মধ্যপ্রাচ্য ও দক্ষিন এশিয়ার দেশগুলোতে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশী শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদেরকে দেশ থেকেই দৈনন্দিন যোগাযোগের ও নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ইংরেজী ও আরবী ভাষায় দক্ষ করে গড়ে তোলা জরুরী। তাই প্রতিটি কর্ম এলাকায় ভাষা প্রশিক্ষণের জন্য ৩/৪ সপ্তাহব্যাপী ২৪ টি সেশনের মাধ্যমে প্রতিটি অভিবাসীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী নিজস্ব ভাষাগত যোগাযোগ দক্ষতা বাড়ানোর সাথে সাথে কর্মক্ষেত্রে নিজের অধিকার আদায়ের বিষয়ে সচেতন হতে পারবেন।